সভাপতির বাণী
জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে কালিয়াকৈর তথা দেশের উন্নয়নের লক্ষ্যে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় ভার্সিটি সার্কেল" (এই সার্কেল মূলত শিক্ষা ক্ষেত্রে একটি মানদন্ড স্থাপন, কালিয়াকৈর ভিত্তিক ইজম প্রতিষ্ঠা, বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা সৃষ্টি, সদস্যদের মাঝে নেতৃত্বের গুনাবলী সৃষ্টি এবং এই সংগঠনের ধারণাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শতভাগ সাফল্য আমরা দাবী করি না, কিন্তু একেবারে ব্যর্থ হয়েছি তা বলা যাবে না। সার্কেলের সুবাদেই কালিয়াকেরের মাটিতে আগমন ঘটেছে দেশের প্রথিতযশা বুদ্ধিজীবিদের, যাদের অকুণ্ঠ প্রশংসা আমরা পেয়েছি। আমাদের ধারণা দিয়ে গত ত্রিশ বছর ধরে সাফল্যের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে ভার্সিটি সার্কেল, কালিয়াকৈর। ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে অরাজনৈতিক এ সংগঠনে সকল সদস্য বৃন্দ কাজ করে যাচ্ছেন। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের পথ চলা আর হত রাখতে পেরেছি কোন ধরণের বিতর্ক ছাড়াই। তৈরি হয়েছে নতুন নতুন দক্ষ সংগঠক। তাদেরই কয়েকজনের প্রচেষ্টায় আজ আলোর মুখ দেখেছে সার্কেলের নিজস্ব ওয়েবসাইট।
আমার পথচলা একদিন থেমে যাবে সত্যি, কিন্তু আমার বিশ্বাস 'ভার্সিটি সার্কেল' ও এর ওয়েবসাইট বহমান রবে কালিয়াকৈরের মানুষের মাঝে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস একদিন বৃহৎ থেকে বৃহত্তর হবে, হবে উন্নত থেকে উন্নতর এই প্রত্যাশা করছি।
প্রফেসর ড. এনায়েত করিম
সভাপতি
ভার্সিটি সার্কেল কালিয়াকৈর সোসাইটি