সাধারণ সম্পাদকের বাণী

প্রত্যেকটি মানুষের কর্মকান্ডই একেকটি ইতিহাস। তবে কৃষকের ইতিহাস আর রাজার ইতিহাস এক নয়। কিন্তু দিন শেষে আসলে দাঁড়ায় মানুষেরই ইতিহাস, কাজেই মানবতাকে সবার উপরে স্থান দেওয়ার সাধনাই করা উচিত আমাদের। মানবদরদী ও মানবপ্রেমী এক জনগোষ্ঠী তৈরীর সংগ্রামই হবে তুরাগ সভ্যতার মূল লড়াই। কালিয়াকৈরের মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা মেধাবী শিক্ষিত ছেলেমেয়েদেরকে তুরাগ পাড়ে ফিরিয়ে এনে কাজে লাগাতে পারলে এ কাজটি সহজ হবে। ভার্সিটি সার্কেল সেই কাজটিই করার চেষ্টা করছে। নতুন প্রজন্মের কাছে একটি আদর্শ রেখে যাওয়ার প্রয়াস চালাচ্ছে। 

কালিয়াকৈরে উপজেলার মেধাবী সন্তানদের সংগঠন ভার্সিটি সার্কেল কালিয়াকৈর সোসাইটি। ভাঙ্গা খুব সহজ কিন্তু গড়া ও সেটা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন কাজ। দেখতে দেখতে ভার্সিটি সার্কেল কালিয়াকৈর সোসাইটি ৩৪ বছর পার করেছে। ভার্সিটি সার্কেল আমার কাছে এক আবেগের নাম। ব্যক্তিগত কোন লাভের আশা ছাড়া এখানে কিছু মানুষ সবার জন্য নিবেদিত প্রাণ। সংগঠিত হয়ে কাজ করলে অসাধ্য সাধন করা যায়। ইচ্ছা করলে আমাদের সদস্যগণ সমাজ পরিবর্তনে বিরাট ভূমিকা রাখতে পারে।

শত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজস্ব ওয়েবসাইট তৈরী করার এক কঠিন উদ্যোগ হাতে নিয়েছিলাম এবং সবার সহায়তায় এখন আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট হয়েছে। আপনাদের মূল্যবান পরামর্শ ও ফিডব্যাকে এটির উন্নয়নের কাজ চলমান থাকবে। সবাইকে অনুরোধ করব নিজে রেজিস্টেশন করুন এবং আমাদের সংগঠনের সদস্য হওয়ার যোগ্য এমন কেউ থাকলে তাকেও এই ওয়েবসাইটে রেজিস্টার্ড মেম্বার হওয়ার জন্য উৎসাহ দিন। 

বিভেদের রাস্তা পরিহার করে ভার্সিটি সার্কেল ঐক্যের পথে হাটুক - এটাই আমাদের প্রাণের আকুতি।

-----------------------

 মোঃ আলমগীর হোসেন(শান্ত)
সাধারন সম্পাদক
ভার্সিটি সার্কেল কালিয়াকৈর সোসাইটি