কালিয়াকৈর উপজেলার শুদ্ধ চিন্তার কিছু সংখ্যক মহৎপ্রাণ মানুষের হাত ধরে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় " ভার্সিটি সার্কেল কালিয়াকৈর সোসাইটি "। কালিয়াকৈরের মাটি ও মানুষের চিন্তা ও আড্ডার ভাষায় বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের লক্ষ্যে সংগঠনটি কাজ করে থাকে। সংগঠনের প্রতিপাদ্য - "আড্ডার ভাষা বদলে দেবো, তুরাগ সভ্যতা গড়ে তুলবো”। 

সংগঠনটি মূলত কালিয়াকৈর উপজেলা হতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশোনা করা বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনস্থল।বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অরাজনৈতিক এ সংগঠনটি দল মত নির্বিশেষে কার্যক্রম পরিচালনা করে থাকে। 

গনিত অলিম্পিয়াড, হেলথ্ ক্যাম্পেইন,বৃক্ষরোপণ, কীর্তি শিক্ষার্থী সংবর্ধনা, সচেতনতা মূলক মঞ্চ নাটক ও সাংস্কৃতিক আয়োজন সহ গরীব ও মেধাবী  শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। 

তাছাড়া সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যম নতুন প্রজন্মের সাথে দেশবরেণ্য বিজ্ঞানী, শিক্ষাবিদ,ডাক্তার, শিল্পী,সাহিত্যিকদের চিন্তার বিনিময় ঘটাতে সাহায্য করে থাকে।